খাগড়াছড়ি, , বুধবার, ২৯ মার্চ ২০২৩

খাগড়াছড়িতে দুই শতাধিক দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান

প্রকাশ: ২০২৩-০৩-১৮ ২০:৩৭:৫৯ || আপডেট: ২০২৩-০৩-১৮ ২০:৩৮:০৪

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ ব্লাডম্যান’র উদ্যোগে ও আধুনিক জেলা সদর হাসপাতালের সহযোগিতায় খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের বেলতলী পাড়ায় শতাধিক দুঃস্থ, অসহায় ও গরীব মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

শনিবার(১৮মার্চ) সকাল ১১টার দিকে বেলতলী পাড়া বয়স্ক ও যুব শিক্ষা কেন্দ্রে এ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন কনেন পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা।

এ সময় বিনামূল্যে চিকিৎসা সেবায় উদ্বোধক তপন বিকাশ ত্রিপুরা বলেন,যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকেদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ রকম মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিন বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে হিমা ত্রিপুরা বলেন,প্রথমবারের মতো এ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেলাম। আমরা এ ক্যাম্পের আয়োজক ও ডাক্তারদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি। বেবেতোষ ত্রিপুরা বলেন,আমি বিনা পয়সায় চিকিৎসা সেবা ও ঔষধপত্র পেয়ে খুবই আনন্দিত। এ রকম ক্যাম্প ভবিষ্যতে আমাদের এলাকায় ব্যবস্থা করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানাই।

বেলতলী এলাকাবাসী’র প্রতিনিধি রয়েল ত্রিপুরা বলেন,খাগড়াছড়ি সদর হাসপাতাল ও ব্লাডম্যান সংগঠনের যৌথ উদ্যোগে এমন গরীব ও মেহনতী মানুষের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করি।

আয়োজক’র পক্ষ থেকে রুবেল ত্রিপুরা বলেন,এখানকার অধিকাংশ লোক গরীব ও অসহায়।তাদের হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে গিয়ে চিকিৎসা করার সামর্থ্য নেই। তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।

খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. নয়ন ময় ত্রিপুরা বলেন, বেলতলী পাড়ায় আজ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন করেছি। প্রায় দুইশতাধিক রোগীদের নিজেদের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা সেবা ও ঔষধপত্র দিয়েছি। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের শিশু অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. নয়ন ময় ত্রিপুরা,আধুনিক সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা, মেডিসিন বিশেষজ্ঞ (মেডিকেল অফিসার) ডা. শিমুল কর,মেডিকেল অফিসার ডা.অগ্নিব চাকমা (তূর্য),মেডিকেল টেকনোলজিষ্ট(ডেন্টাল)সানু মারমাসহ আরও অনেকে চিকিৎসা সেবা প্রদান করেন এবং ক্যাম্পেইন’র সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রুবেল ত্রিপুরা,রয়েল ত্রিপুরা,দিনেশ ত্রিপুরা প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.