প্রকাশ: ২০২৩-০১-১৬ ২২:২১:৫৩ || আপডেট: ২০২৩-০১-১৬ ২২:২৮:০৮
খাগড়াছড়ি প্রতিনিধি: ‘‘মানবাধিকার সবার জন্য সর্বত্র সমানভাবে” এই প্রতিপাদ্যে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে খাগড়াছড়ি জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটি এর সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ডিসেম্বর বিকাল সোয়া ৪টায় খাগড়াছড়ি সার্কিট হাউজের হলরুমে আয়োজিত মতবিনিময়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো: সেলিম রেজা, কমিশনের সদস্যবৃন্দ, কংজরী চৌধুরী, আমিনুল ইসলাম, কাউসার আহমেদ, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম প্রমূখ।
উন্মুক্ত আলোচনায় স্থানীয় অনেকেই মানবাধিকার বিষয়ে মত প্রকাশ করে বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব নারায়ণ চন্দ্র সরকার। মানবাধিকার কি সে বিষয়ে অবগত করতে ধারাবাহিক বর্ণনা দেন মানবাধিকার কমিশনের উপ পরিচালক আজহার।