প্রকাশ: ২০২৩-০২-১৭ ০৮:৫২:৪৬ || আপডেট: ২০২৩-০২-১৭ ০৮:৫২:৫৩
নিজস্ব প্রতিনিধি: ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২৩ এর আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৬ফেব্রুয়ারী বিকাল ৩টায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা ক্রীড়া অফিসার মো: আফাজ উদ্দিন।
এতে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ পরিচালনা করবেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুইহ্লাঅং রাখাইন ও সহকারী শিক্ষক (ক্রীড়া) মোঃ হাসান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ প্রশিক্ষণে ৪০ (চল্লিশ) জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।