খাগড়াছড়ি, , শুক্রবার, ৯ জুন ২০২৩

খাগড়াছড়িতে নারীদের আধুনিক প্রযুক্তির সম্পর্কে সচেতনতামূলক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ: ২০২৩-০৩-২৮ ১৮:৫৫:৩৭ || আপডেট: ২০২৩-০৩-২৮ ২২:৩৪:৪৪

জ্যাক ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি।।

“শেখ হাসিনার সহায়তায়, তথ্য আপা পথ দেখায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনস্থ জাতীয় মহিলা সংস্থা এর  ‘তথ্য আপা খাগড়াছড়ি’র ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) নারীদের আধুনিক প্রযুক্তির সম্পর্কে সচেতনতা মূলক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ও উপজেলা পর্যায়ের  শতাধিক নারী অংশ নেন।

মঙ্গলবার (২৮মার্চ) দুপুরের দিকে খাগড়াছড়ি মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ উঠান বৈঠকে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, আমরা এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। স্মার্ট বাংলাদেশের বাস্তবায়ন আমরা ২০৪১ সালের মধ্যে দেখতে পাবো। নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈসম্য, স্বাস্থ্যগত সমস্যা ও বাল্য বিবাহসহ নারী ও কিশোরীদের জীবন-জীবিকার মান উন্নয়ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন।

উঠান বৈঠকে সদর উপজেলা তথ্যসেবা কর্মকর্তা  তুষিকা ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব)নাজমুন আরা সুলতানা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিগার সুলতানা, মাটিরাঙ্গা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুসরাত  জাহান সূচি, জেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা উথান চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.