খাগড়াছড়ি, , বুধবার, ২৯ মার্চ ২০২৩

কোনো শিক্ষার্থী যেন শিক্ষা লাভের অধিকার থেকে বঞ্চিত না হয়… কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি

প্রকাশ: ২০২৩-০২-১৪ ০৯:৩৮:৩৭ || আপডেট: ২০২৩-০২-১৪ ০৯:৩৮:৪২

খাগড়াছড়ি প্রতিনিধি: ‘বঙ্গবন্ধুকন্যা নির্দেশনা দিয়েছেন স্বপ্ন দেখিয়েছেন, বাংলাদেশকে তৈরি করতে হলে সবার আগে শিক্ষাটাকে স্মার্ট হতে হবে। শিক্ষাটাকে স্মার্ট বানাতে আমরা কয়েক বছর আগে থেকে বর্তমান সরকার নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। ঠিক যেভাবে বঙ্গবন্ধু বলেছিলেন শিক্ষাকে প্রাধান্য দিতে হবে এবং তিনি যেভাবে চিন্তা করেছিলেন তা অনুসরণ করে বঙ্গববন্ধুকন্যা শিক্ষাকে এগিয়ে নিতে সার্বিক দিকনির্দেশনায় শিক্ষানীতি করে দিয়েছেন।এর ফলে আমরা সবদিক থেকে চৌকস হব। আমাদের শিক্ষা হবে স্মার্ট, অর্থনীতি হবে স্মার্ট, আমাদের গভর্নেন্স হবে স্মার্ট, আমাদের ব্যবসা-বাণিজ্য হবে স্মার্ট। এই সব কিছুর মধ্য দিয়ে আমরা একটি স্মার্ট বাংলাদেশ তৈরি করব,’ যোগ করেন তিনি। আমরা ২০৪১ সালের স্বপ্ন দেখছি। ২০০৮ সালে তিনি বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়বেন। ২০২২ সালে এসে বলেছেন ডিজিটাল বাংলাদেশ পেয়ে গেছি। ডিজিটাল বাংলাদেশকে তিনি উদ্ভাবনীর বাংলাদেশ তৈরি করে একটা স্মার্ট বাংলাদেশ করবেন। স্বাধীন সার্বভৌম একটি দেশের উপযোগী করতে তাকে এগিয়ে নিয়ে যেতে, তার সব সম্ভাবনাকে বিকশিত করতে যে রকম শিক্ষা ব্যবস্থা করা দরকার, ঔপনিবেশিক শিক্ষা নয়,একটি সাধারণ দেশের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়বার জন্য বঙ্গবন্ধুকন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’আমরা এখন চতুর্থ শিল্প বিল্পবের কথা বলছি। চতুর্থ শিল্প বিল্পবের সফল অংশীদার হওয়ার সম্ভাবনার দিকগুলো আছে, একইসঙ্গে চ্যালেঞ্জও আছে। আমাদের এসব অর্জন করতে গেলে পথে অনেক বাধা-প্রতিবন্ধকতা আছে। বিশেষ করে চতুর্থ শিল্প বিল্পবের সফল অংশীদার হবার ক্ষেত্রে অনেক অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো মোকাবিলা করতে জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। সেই প্রস্তুতের ক্ষেত্রটা হলো শিক্ষা।’বর্তমান সরকার শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যা বাদ দিয়ে বাস্তবতা কাজে লাগিয়ে জ্ঞানের বিকাশ ঘটানোর জন্য বইয়ের পরিবর্তন করেছেন। গতানুগতিক লেখাপড়া চেয়ে সরকার কারিগরি শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিচ্ছে এবং শিক্ষার্থীদের লেখা-পড়ায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সে লক্ষ্যে সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে জানুয়ারী এক তারিখ বই বিতরণ করে যাচ্ছে বর্তমান আওয়ামীলীগ সরকার। কোনো শিক্ষার্থী যেন শিক্ষা লাভের অধিকার থেকে বঞ্চিত না হয় খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি আসনের সাংসদ উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা

সোমবার (১৩ফেব্রুয়ারি) খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে নানা অনুষ্টিত হয়। এসময় উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন চাকমা’র সঞ্চালনায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উথোয়াই টিং মারমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক এস.এম মোসলেম উদ্দিন প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.