খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে দেশ; কুজেন্দ্র লাল ত্রিপুরা

প্রকাশ: ২০২৩-০২-০২ ২২:৪৭:২৫ || আপডেট: ২০২৩-০২-০২ ২২:৪৭:৫১

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি): পার্বত্য খাগড়াছড়ি রামগড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা সহ অন্তত ১২ শতাধিক শীতার্ত পাহাড়ি বাঙ্গালির মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ ফ্রেরুয়ারী) বিকেলে রামগড় সরকারী ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। কম্বল বিতরণকালে তিনি বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে দেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহবান জানান তিনি। পরে তিনটি মসজিদ, তিনটি বৌদ্ধ বিহার ও দুটি মন্দিরে সাত লাখ টাকা অনুদান প্রদান করেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এছাড়াও রামগড় এবং পাতাছড়া এলাকার অন্তত ১২শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কার্বারী, রামগড় সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, পৌর সভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.