খাগড়াছড়ি, , বুধবার, ২৯ মার্চ ২০২৩

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সম্মেলন-২৩ অনুষ্ঠিত

প্রকাশ: ২০২৩-০২-০৫ ১৯:৩৮:৩৬ || আপডেট: ২০২৩-০২-০৫ ১৯:৩৯:৩৯

নুরুল কবির আরমান, খাগড়াছড়িঃ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার জেলা সম্মেলন’২০২৩ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

আজ (৫ফেব্রুয়ারি) রবিবার বিকাল ২টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা বশির উদ্দিন এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা কাউছার আজিজ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান, যুব আন্দোলনের সাবেক জেলা সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন মৃধা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ‘র খাগড়াছড়ি জেলা সভাপতি মুহাম্মদ ইকবাল মাহমুদ প্রমূখ।

সম্মেলনে বক্তাগণ বলেন, বর্তমান আমরা চরম নাজুক পরিস্থিতি অতিক্রম করছি। একদিকে অর্থনৈতিক চরম অবস্থা অন্যদিকে ২০২৩ সালের পাঠ্য পুস্তকে ডারউইনের বিবর্তনবাদ ঢুকিয়ে দিয়ে আমাদের ছেলে সন্তানদেরকে ঈমানহারা করার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। অবিলম্বে বিতর্কিত পাঠ্যপুস্তকগুলো বাতিল করে এর সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানান বক্তাগণ।

সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার ২০২৩/২৪ সেশনের জন্য আংশিক কমিটি ঘোষণা করেন। কমিটির সভাপতি হলেন মাওলানা বশির উদ্দিন, সহসভাপতি মুহাম্মদ আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.