খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

আন্তঃ ব্যাটালিয়ন দক্ষিণ-পূর্ব রিজিয়ন (চট্টগ্রাম) কাবাডি প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত

প্রকাশ: ২০২৩-০৯-০৭ ১৯:৪৭:৫৯ || আপডেট: ২০২৩-০৯-০৭ ১৯:৪৮:০৫

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি: সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড ব্যাটালিয়ন দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রাম এর উদ্যোগে ও খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবির ব্যবস্থাপনায় আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। পলাশপুর জোন সদরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ১৩ টি ব্যাটালিয়ন অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ৪০ বিজিবি পলাশপুর জোন ২৭ পয়েন্ট পেয়ে বিজয়ী হয় এবং ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়ন ২৪ পয়েন্ট পেয়ে রানার আপ হয়।

খেলায় অংশগ্রহণকারী দল গুলো হচ্ছে ৩ বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়ন, ৭ বিজিবি বাবুছড়া ব্যাটালিয়ন, ৮ বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়ন, ১২ বিজিবি ছোটহরিণ ব্যাটালিয়ন, ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়, ২৭ বিজিবি ম্যারিশ্যা ব্যাটালিয়ন, ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়ন, ৩৭ বিজিবি রাজনগর ব্যাটালিয়, ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন, ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ন, ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়ন, ৪৫ বিজিবি বরকল ব্যাটালিয়ন ও ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন এ কাবাডি প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিজিবিএম, পিবিজিএম ।

এসময় , ৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি, ৪০ বিজিবির ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর শাহ মোহাম্মদ আজাদ আলী, মেডিক্যাল অফিসার মেজর মোঃ সাবেরিজ্জামান, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন, বাংলাদেশ কাবাডি ফেডারেশন হতে আগত রেফারী মোঃ মজিবুর রহমান ও শহিদুল ইসলাম বাবু সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

খেলায় ৩ বিজিবির সিপাহী মো: মুনতাজ মিয়া শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং ৪০ বিজিবির নায়েক সাইফুজ্জামান শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.