খাগড়াছড়ি, , বুধবার, ২৯ মার্চ ২০২৩

আগামী ৮’মার্চ খাগড়াছড়িতে বিকেএসপি’র ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং প্রশিক্ষণ কার্যক্রম কর্মসূচি অনুষ্ঠিত হবে

প্রকাশ: ২০২৩-০২-২০ ১৯:৩০:৩০ || আপডেট: ২০২৩-০২-২০ ১৯:৩০:৩৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র সার্বিক সহযোগিতায় বিভাগ ও জেলা পর্যায়ে খেলোয়ার বাছাই কর্মসূচি শুরু হয়েছে। তারই অংশ হিসেবে আগামী ৮’মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে খেলোয়ার বাছাই কার্যক্রম চলবে। জেলা ও উপজেলার আগ্রহী খেলোয়ারদের অনলাইনে রেজিস্ট্রেশন করে নির্ধারিত তারিখে খাগড়াছড়ি স্টেডিয়ামে উপস্থিত থাকতে হবে।

যে কোন জেলার প্রার্থী যে কোন বাছাই কেন্দ্রে নির্ধারিত তারিখে অংশ গ্রহণ করতে পারবে।‌

এ কার্যক্রমের অধীনে ২১টি ক্রীড়া বিভাগ, যথা- আর্চারি, এ‍্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি,জুডো, কারাতে, শুটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব‍্যাডমিন্টন খেলায় ১০ থেকে ১৩ বছর এবং বক্সিং, জিমনাস্টিক, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধ্ব ৮থেকে ১২ বছর বয়সী ছেলে মেয়ে (বক্সিং ব‍্যতীত) খেলোয়ার নির্বাচন করা হবে। নির্বাচিত খেলোয়াদের বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমূহে প্রথমে এক মাস মেয়াদের একটি এবং পরবর্তীতে দুই মাস মেয়াদের একটি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে।‌ অন‍্যান‍্য জেলার বাছাই পর্বে অংশ নিতে না পারা ছেলে মেয়েরা ঢাকা কেন্দ্রের প্রশিক্ষণে অংশ নিতে পারবে।‌ বাছাই পরীক্ষার সময় অনলাইন নিবন্ধনকৃত প্রিন্ট কপি ও অনলাইন জন্মনিবন্ধন সাথে আনতে হবে।

আগ্রহী খেলোয়াররা অনলাইনে যেভাবে আবেদন ফরম পূরণ করতে হবে [bkspds.gov.bd] online registration apply [ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ ২৩]

প্রয়োজনীয় তথ‍্যের জন‍্য, ফোন: +৮৮ ০২-২২৩৩৭১১১৪ মোবাইল : ০১৭১৯-৩৩০০৮৪, ০১৯১৩-৪৫২৮০৬, ০১৭১৯-৩৩০০৮৮, ০১৬৭২-০৯৩৩৪৬ email : bksp1983@yahoo.com, www.bksp.gov.com
www.bksp.gov.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.