প্রকাশ: ২০২৩-০৪-০৪ ২৩:২৫:১০ || আপডেট: ২০২৩-০৪-০৪ ২৩:২৫:১৭
প্রেস বিজ্ঞপ্তি: আগামীকাল ৫এপ্রিল বুধবার খাগড়াছড়ি জেলার ৫ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা ওরফে উষার মৃত্যুর ঘটনায় এ অবরোধের ডাক দিয়েছে তারা।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ প্রসীত গ্রুপের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা ওরফে উষার হত্যার প্রতিবাদে ও দায়ীদের গ্রেফতারের দাবিতে আগামীকাল বুধবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়ি এই ৫ উপজেলায় অবরোধ কর্মসূচি পালন করবে তারা। এর ফলে খাগড়াছড়ির চট্টগ্রাম ও ঢাকা আঞ্চলিক সড়কও অবরোধের আওতায় আসবে।
উল্লেখ্য- গত ২এপ্রিল রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউপির কালাপানি স্কুলপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন পয়েন্টে ইউপিডিএফ প্রসীত গ্রুপের কয়েকজন সদস্য এসে চাঁদা দাবি করে। এ সময় এলাকার লোকজন ওই সশস্ত্র চাঁদাবাজদের ধাওয়া দিয়ে একজন মোটরসাইকেলে ও অন্যরা দৌঁড়ে পালিয়ে গেলেও হ্লাচিংমং মারমা ওরফে উষা (২৮) গণপিটুনিতে আহত হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মানিকছড়ি হাসপাতালে ও পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
বিবৃতিতে সংবাদপত্র ও পত্রিকাবাহী যানবাহন, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি এবং গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোনের জরুরী কাজে নিয়োজিত যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম জানান, সহিংস ঘটনা রোধে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।।