প্রকাশ: ২০১৮-০৬-২২ ১০:৫৭:২৪ || আপডেট: ২০১৮-০৬-২২ ১০:৫৭:২৪
নিউজ ডেস্ক: বিদায়ী খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্ণেল শামস মোহাম্মদ মামুন খাগড়াছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশন (কেবিডিএ)কে ২০,০০০( বিশহাজার) টাকার আর্থিক অনুদান প্রদান করেন।
মঙ্গলবার দুপুরে সদর জোন কার্যালয়ে কেবিডিএ’র সভাপতি হাছানুল করিমের হাতে অনুদানের টাকা হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর জোনের নবাগত জোন কমান্ডার লে: কর্ণেল আরাফাত হোসেন।
সদ্য বিদায়ী জোন কমান্ডার অনলাইন ভিত্তিক স্বেচ্ছায় রক্তদাতা সংগঠণ কেবিডিএ’র কাজের ভূয়ষী প্রশংসা করেন। তিনি বলেন, তরুণ সমাজ দেশের প্রধান শক্তি। তরুণরা ভালো কাজের সাথে জড়িত থাকলে সমাজে কোন প্রকার অরাজকতা থাকবেনা। খাগড়াছড়িতে কেবেডিএ’র তরুণ-তরুণীরা যেভাবে মানব সেবায় কাজ করে যাচ্ছে তা সারা দেশের মানুষের জন্য একটি অন্যতম অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।
খাগড়াছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশন সকল ভাল কাজে সদর জোনের সহযোগিতা ভবিষ্যতে অব্যহত রাখার আশাবাদ ব্যক্ত করেন নবাগত জোন কমান্ডার লে: কর্ণেল আরাফাত হোসেন।
মোদের রক্তে বাঁচুক প্রাণ, রক্তই হোক ভালবাসার দান এই শ্লোগানে খাগড়াছড়ির একঝাঁক মানবসেবায় নিবেদিত রক্তমানব তরুণ-তরুণী খাগড়াছড়ির প্রতিটি উপজেলায় স্বেচ্ছায় রক্তের চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান সংগঠণের সহসভাপতি মো: শাহাদাত হোসেন কায়েশ।
উল্লেখ্য যে খাগড়াছড়ির কৃতি সন্তান রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক এম রাশেদুল হকের নেতৃত্বে এই সংগঠনের দশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি আন্তরিকভাবে সংগঠণকে সহায়তা প্রদান করছে জানা জায়।