এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল, জেলা ক্রিকেট একাডেমীর কোচ মুজাহিদ বাবুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ক্রিকেটের প্রতি খুদে খেলোয়াড, অভিভাবক ও শিক্ষকদের উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগ। উৎসবে ৪টি দলে ৩২জন খুদে ক্রিকেটার অংশগ্রহণ করেছে। তাদের মধ্য থেকে ১৫ জনকে বাছাই করে এক সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হবে।