খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

রামুর দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ২০২৩-০৪-০১ ১৪:০৩:২৩ || আপডেট: ২০২৩-০৪-০১ ১৪:০৩:৫৭

সোয়েব সাঈদ, রামু প্রতিনিধি।।

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের উদ্যোগে ‘সচেতন নাগরিকের ভাবনায় এলাকার শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৩১ মার্চ)বিকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের এ. কে. আজাদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের আহবায়ক নুরুল আজিম কোম্পানী এবং স্বাগত বক্তব্য রাখেন- যুগ্ন আহবায়ক মো. ফরিদুল আলম ফরিদ।

মাস্টার জামাল হোছাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তৈতয়া তাফসীফুল কোরআন মাদ্রাসার সহকারি অধ্যাপক খোরশেদ আলম আনসারী, দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের সদস্য সচিব ও একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ¦ আবুল কালাম আজাদ, নুরুল আজিম খাঁন (অর্ণব), ব্যাংকার সৈয়দ করিম, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট দিলীপ কুমার ধর ও কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ওসমান গনি, ইউনিভার্সাল একাডেমীর প্রধান শিক্ষক মাস্টার বদিউল আলম, ইউপি সদস্য আবুল কালাম, সাবেক ইউপি সদস্য কলিম উল্লাহ প্রমূখ।

সভায় বক্তারা বলেন- সমাজে পিছিয়ে পড়া অসহায় জনগোষ্টির কল্যাণে সেবার মানসিকতা নিয়ে “দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরাম’ ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে খাদ্য সহায়তাসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রান্তিক মানুষের জন্য সহায়ক হিসেবে কাজ করছে। এরই অংশ হিসেবে সরকার ও উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠানের সমন্বয় করে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের জনসাধারণের কল্যাণে অবদান রেখে যাচ্ছে। এ সংগঠন প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের কল্যাণ, নারী ও শিশু সুরক্ষা কার্যক্রম, শিক্ষা সহায়তা, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নেও ভ‚মিকা রাখছে। আগামীতে ইউনিয়নবাসীর মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ও সুশিক্ষিত জনগোষ্ঠি সৃষ্টির মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়নে এ সংগঠন কাজ করে যাবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে সদ্য প্রয়াত সংগঠনের দুই সদস্য নুরুচ্ছাফা হেলালী ও মুন্সী আবু বকর ছিদ্দিকের ইন্তেকাল গভীর শোক প্রস্তাব গৃহিত হয় এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

সভা শেষে ইফতার মাহফিলে পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা তারেক বিন হাসান।

মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের সদস্য, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবি নেতৃবৃন্দ সহ এলাকার ৫ শতাধিক ব্যক্তিবর্গ অংশ নেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.