প্রকাশ: ২০২২-০৫-১৪ ০৯:০৩:৩৪ || আপডেট: ২০২২-০৫-১৪ ০৯:০৩:৩৭
মোঃ রেজাউল করিম, কক্সবাজার: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, সদস্য সুবর্না মোস্তফা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি এবং সংস্কৃতি বিষয়ক সচিবের নেতৃত্বে একটি টিম আজ রামুর কয়েকটি বৌদ্ধ মন্দির পরিদর্শন করেছেন। পরে তারা স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এর বাসভবনে যান। পরিদর্শন দলের সদস্যরা দুপুর থেকে রামকোট বনাশ্রম বৌদ্ধ বিহার, ১০০ ফুট সিংহ শয্যা বৌদ্ধ বিহার (বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র) এবং চেরেনঘাটা রাখাইনদের বড় বিহার ও রাখাইন সংস্কৃতি কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ ও রামু উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রণয় চাকমা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।