প্রকাশ: ২০২৩-০৬-০৬ ১৬:৩২:১২ || আপডেট: ২০২৩-০৬-০৬ ১৬:৩২:১৮
প্রতিনিধি, ঈদগাঁও।।
ঈদগাঁও উপজেলায় দুইটি বেসরকারি হাসপাতালকে আজ ষাট হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। মোবাইল কোর্টের অভিযানে সোমবার বিকেলে এ জরিমানা করে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈদগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোঃ জাকারিয়া।
এতে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাদিয়া আফরোজা।অর্থ দণ্ডপ্রাপ্ত হাসপাতাল দুটি হচ্ছে ঈদগাঁও আধুনিক হাসপাতাল ও ঈদগাহ মেডিকেল সেন্টার। প্রতিষ্ঠান দুটিকে ৩০ হাজার টাকা হারে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, লাইসেন্স ব্যতিরেকে হাসপাতাল কার্যক্রম পরিচালনা করা, মেডিকেল টেকনোলজিষ্ট বিহীন পরীক্ষা করা, ল্যাবে রিএজেন্ট সঠিক তাপমাত্রায় না রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে জনস্বার্থে জনপ্রশাসন এ অভিযান চালায়।
আলোকিত পাহাড়/রেজাউল/কক্সবাজার