খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এমপি কমলের কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সভা

প্রকাশ: ২০২৩-০৯-১৮ ১৭:০৯:২৫ || আপডেট: ২০২৩-০৯-১৮ ১৭:১৪:০০

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজারের  ঈদগড়ে ১৭ ই সেপ্টেম্বর (রবিবার) সকালে ধুমছাকাটা কমিউনিটি সেন্টারে কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের কেন্দ্র ভিত্তিক এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল শিশিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিনের পরিচালনায় এ সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন, জননেত্রী শেখ হাসিনা কে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে । আওয়ামী লীগ পরিবারের সকলকে ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে একযোগে কাজ করতে হবে। 

এদিকে আগামী ২৩ শে সেপ্টেম্বর রামু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সাইমুম সরওয়ার কমল এমপির বিশাল জনসভাকে সফল করতে এ মতবিনিময় সভায় গুরুত্ব আরোপ করা হয়। এতে উপস্থিত সবাই জনসভাকে সফল ও স্বার্থক করতে এক ও অভিন্ন থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

ঈদগড় ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে মতবিনিময় সভায় উপস্থিত স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ সভায় রামু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা ডাঃ সিরাজুল হক রেজা, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল ইসলাম, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মাবুদ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দরা ও এতে যোগ দেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.