খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

লংগদুতে শিশুকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ: ২০২৩-০৭-০৫ ১৮:০৬:০৭ || আপডেট: ২০২৩-০৭-০৫ ১৮:০৯:৪৫

প্রতিনিধি, লংগদু।।
রাঙামাটির লংগদু উপজেলায় ৯ বছরের এক শিশু ধর্ষণের দায়ে মোটরসাইকেল চালক মো. রুবেল(৩২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।এছাড়াও অতিরিক্ত ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (৫ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ. ই. এম ইসমাইল হোসেনের আদালত এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল ওই উপজেলার বগাচত্তর ইউনিয়নের পেটান্যামাছড়া এলাকার মানিক বেপারী ছেলে।

রায়ে আসামি রুবেলের মালিকানাধীন স্থাবর, অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয় এবং উপরূপ অর্থ ট্রাইব্যুনালে জমা হলে তা মামলার ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত হবেন বলে জানানো হয়।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৬ সালের ১৭ আগস্ট ভিকটিমকে তার খালু হোসেন আলী রাঙামাটির লংগদু উপজেলার মাইনী বাজারের জারুল বাগানে উপজেলার গাউসপুর মাস্টারপাড়া পৌঁছে দিতে রুবেল হোসেনের ভাড়ায় চালিত মোটরসাইকেলে উঠিয়ে দেয়। এরপর চালক রুবেল ভিকটিমকে গাউসপুরের ফরেস্ট অফসের আগর বাগান এলাকায় দিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পর ভিকটিমের স্বজনরা ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর ভিকটিমের মামা বাদী হয়ে ২০১৬ সালের ২৯ আগস্ট বাদী হয়ে লংগদু থানায় চালক রুবেলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট আবছার আলী এবং এ্যাডভোকেট কামাল হোসেন সুজন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন বিশেষ পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম অভি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.