প্রকাশ: ২০২৩-০৬-৩০ ১৪:৪৪:৫৬ || আপডেট: ২০২৩-০৬-৩০ ১৪:৫৫:২৯
স্টাফ রিপোর্টার।।
ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ সংগঠনের উদ্যোগে বিভিন্ন শাখার নারী নেত্রীবৃন্দের মিলনমেলা আয়োজন করেছে।
আজ শুক্রবার (৩০জুন)মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা পর্যটন এলাকাস্থ খাস্রাং রিসোর্টে এ আয়োজন করা হয়। এতে অংশ নেন সংগঠনের বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ পদে থাকা প্রায় ৫০জন সদস্য। এসময় তারা একে অপরের কৌশল বিনিময় করেন এবং নারীদের বিভিন্ন সমস্যা, সমাধান এবং করণীয় গুরুত্বপূর্ণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কজিতা ত্রিপুরা, লাইব্রেরী বিষয়ক সম্পাদক দলিনা ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি পলি ত্রিপুরা, রামগড় উপজেলা শাখার সভাপতি চুপান্তি ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা শাখার সাবেক সভাপতি উর্মি ত্রিপুরা, রাঙ্গামাটি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক সীমা ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি ডলি ত্রিপুরা, মাটিরাঙ্গা কলেজ শাখার সভাপতি অনিতা ত্রিপুরা সহ অন্যান্যরা আলোচনায় অংশ নেন।
আলোচনায় তারা বলেন, নারীরা শিক্ষিত হয়ে ক্ষমতায়িত হলে বাল্যবিয়ে, নারী-পুরুষ বৈষম্য, নানাবিধ কুসংস্কার, সামাজিক অনাচার, অধিকার বঞ্চনা থেকে নারী জাতিকে রক্ষা করতে পারে। নারীশিক্ষা নারীদের আত্মসচেতনতা, আত্মসম্মান ও স্বাধিকার অর্জনে সক্ষম করে তোলে। নারীরা ক্ষমতায়িত হলে শিক্ষার টেকসই উন্নয়নে যে কাজগুলো নিশ্চিত হয় তা হলো, নারী শিক্ষার বিশ্বব্যাপী সুবিধা, আদর্শ শিক্ষার বাস্তবায়ন, শিক্ষিত জাতি গঠন, শিশু স্বাস্থ্যঝুঁকি হ্রাস, শিশু ও মাতৃ মৃত্যুর হার কমানো এবং উন্নত ও আদর্শ জাতি বিনির্মাণে হবে।