খাগড়াছড়ি, , শুক্রবার, ৯ জুন ২০২৩

চট্টগ্রামের দুই মুহাদ্দিসের ইন্তেকালে জাতীয় আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার শোক প্রকাশ

প্রকাশ: ২০২৩-০৩-২৮ ১৯:৫৭:৫৬ || আপডেট: ২০২৩-০৩-২৮ ১৯:৫৭:৫৭

নুরুল কবির আরমান, খাগড়াছড়িঃ উম্মুল মাদারিস দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারীর সিনিয়র মহাদ্দিস মাওলানা মোমতাজুল করিম (বাবা হুজুর) ও চট্টগ্রাম পটিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জিরি মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস আল্লামা শাহ আহমদ উল্লাহ কাসেমী’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার নেত্ববৃন্দ ।

জেলা সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, সহ-সভাপতি মুফতি মইনুদ্দিন, সেক্রেটারি মাওলানা নুরুল কবির আরমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম আজিজী এক শোকবার্তায় বলেন, চট্টগ্রামের স্বনামধন্য দুই মুহাদ্দিস মহানবী সা.এর হাদিসের প্রচার- প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন; যা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের হাতে গড়া হাজার হাজার ছাত্র দেশ -বিদেশে ইসলামের খেদমতে নিয়োজিত আছেন। জাতির দুর্দিনে তাদের ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।

নেত্ববৃন্দ মহান আল্লাহর নিকট তাদের মাগফিরাত, শোকাহত পরিবার পরিবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং জান্নাতুল ফেরদৌসের সু উচ্চ মাকাম কামনা করেন।

উল্লেখ্য, দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারীর প্রবীণ মহাদ্দিস মাওলানা মোমতাজুল করিম (বাবা হুজুর) আজ (২৮ মার্চ) মঙ্গলবার ৫ রমজান রাত ১.২০ মিনিটে রাজধানীর আল কারিম হাসপাতালে ইন্তেকাল করেন। চট্টগ্রাম জিরি মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস আল্লামা শাহ আহমদউল্লাহ কাসেমী গতকাল (২৭মার্চ) সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে মৃত্যুবরণ করেন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.