প্রকাশ: ২০১৮-১২-০৮ ২৩:০২:৪৮ || আপডেট: ২০২০-০৬-২৪ ০১:২১:৩৬
গুইমারা প্রতিনিধি: গাড়ি চলাচলের রাস্তা না থাকায় নিজদের রেশন সামগ্রী কম নিয়ে হেলিকপ্টারে ৩৫০ জন দুঃস্থ মানুষের জন্য কম্বলসহ শীতবস্ত্র নিয়েছেন লক্ষীছড়ি সেনা জোনের অধিনায়ক।পাহাড়ের বৈরী আবহাওয়ায় শীতের প্রকোপে এ জনপদের মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ যেন একটু আশার আলো।
শনিবার দুপুর ২টায় গুইমারা রিজিয়নস্থ লক্ষীছড়ি সেনা জোনের উদ্যোগে কালাপাহাড়ে অবস্থানরত শুকনাছড়ি এলাকায় ৩৫০জন উপজাতীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন লক্ষীছড়ি জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মিজানুর রহমান মিজান।
এসময় তিঁনি বলেন,এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। অল্পবয়সী শিশুদের জন্য ঔষধসামগ্রী পাঠানোসহ এ এলাকার একমাত্র স্কুলে ২ জন প্যারা শিক্ষকের বেতন সেনাবাহিনী বহন করছে।
অনুষ্ঠানে ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের অধিনায়কসহ ইউপি সদস্য শুক্রামনি চাকমা ,স্থানীয় হেডম্যান,কার্বারি,জনপ্রতিনিধি,স্কুলের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।