খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু

প্রকাশ: ২০২৩-০৬-১৬ ১৬:৪২:৪৭ || আপডেট: ২০২৩-০৬-১৬ ১৬:৪৫:০১

প্রতিনিধি, খাগড়াছড়ি।।

জেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে।

আজ শুক্রবার (১৬জুন) বিকেলে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী বলেন, খেলাধুলা প্রত্যেক মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ।খেলাধুলার মাধ্যমে সু-শৃঙ্খলা বোধের উপলব্ধি ঘটে। যা আমাদের চারিত্রিক বিকাশ ঘটাতে সাহায্য করে। মোবাইলের আসক্ত থেকে দূরে রাখতে সাহায্য করে খেলাধুলা।পরস্পরের সঙ্গে সহযোগিতার শিক্ষা আমরা খেলাধুলার মাধ্যমে লাভ করি।জীবনের ক্ষেত্রে সহযোগিতার মূল্য অসাধারণ। সাফল্য এবং অসাফল্য, জয় ও পরাজয় উভয়কেই সমান ভাবে গ্রহন করবার মহৎ শিক্ষা আমরা খেলাধুলা থেকে অর্জন করে থাকি।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মাহমুদা বেগম, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, ক্রীড়া অফিসার মো: আফাজ উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে অংশ নেন খাগড়াছড়ি সরকারি কলেজ বালক অনূর্ধ্ব -১৭ বনাম তবলছড়ি গ্রীণ হিল কলেজ বালক অনূর্ধ্ব -১৭।টুর্ণামেন্টে  ৯টি উপজেলার ২০টি কলেজ অংশগ্রহণ করবে এবং ফাইনাল খেলা আগামী ২৫শে জুনে অনুষ্ঠিত হবে।

আলোকিত পাহাড়/কেবিটিজে/খাগড়াছড়ি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.