প্রকাশ: ২০২১-০২-০৩ ১৯:০০:১২ || আপডেট: ২০২১-০২-০৩ ১৯:০০:১৯
নিজস্ব প্রতিনিধি, দীঘিনালা: ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স কমিটির চেয়ারম্যান ( প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন) বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করা হয়েছে। এটা সম্ভব হয়েছে, সিভিল প্রশাসন, সেনাবাহিনী সহ সকলের প্রচেষ্টায়।
বুধবার (৩রা ফেব্রুয়ারী) দুপুরে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আসিকুর রহমান প্রমুখ। এসময় খাগড়াছড়ি জেলার বিশিষ্ট ঠিকাদার এস অনন্ত বিকাশ ত্রিপুরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ছয় তলা ভবনের নির্মাণ ব্যায় ধরা হয়েছে ৬কোটি ৪৬ লক্ষ টাকা।