প্রকাশ: ২০২০-১১-১১ ১৬:৫২:২২ || আপডেট: ২০২০-১১-১১ ১৮:০৪:২৬
মাহফুজ আলম, কাপ্তাই: রাঙ্গামাটি জেলার কাপ্তাই-উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে জেএসএস সংস্কার সমর্থিত দুইজন নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ হত্যাকান্ড ঘটে। নিহতরা হলেন- সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২)।
কাপ্তাই সার্কেল এডিশনাল এসপি জোনায়েদ-কাওসার ও কাপ্তাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধনঞ্জয় তঞ্চঙ্গ্যার বাড়িতে এসে ঘুম থেকে ডেকে তুলে তাদের গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।