প্রকাশ: ২০২১-০১-১৩ ১৭:২৭:১১ || আপডেট: ২০২১-০১-১৩ ১৭:২৭:১৩
মো: আজগর আলী, রাজস্থলী: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন টি ইউনিয়নে যথাক্রমে বাঙালহালিয়া, গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়নে স্থানীয় সরকার সার্ভিস বিভাগ হতে কম্পিউটার, মনিটর সেন্কেনার মেশিন. ইউ এসপি সরন্জাম বিতরন করা হয়েছে।
বুধবার ১৩ জানুয়ারী সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক এ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞেমং মারমা, উথান মারমা, স্বরসতি ত্রিপুরা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খান, কাইয়ুম হোসেন মিরাজ প্রমুখ।
সরকার ডিজিটাল বাংলাদেশ রুপান্তর করার লক্ষে দেশের সর্বস্তরে উন্নয়নের জন্য যা যা করনিয় তা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।