প্রকাশ: ২০১৮-০৭-০৫ ১৫:৫০:২৩ || আপডেট: ২০১৮-০৭-০৫ ১৫:৫০:৫৩
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দন্ডের প্রতিবাদ ও মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। বৃহস্পতিবার বেলা ১১.৩০টায় ভাঙ্গাব্রীজ থেকে মিছিল বের হলে পুলিশ বাধা প্রদান করে।
জেলা বিএনপি’র সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আঃ রব রাজা’র সঞ্চানলায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ সহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠেনর নেতৃবৃন্দ।
বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধ দন্ড প্রদান করে মিথ্যা মামলায় আটক রেখে মানুষিক নির্যাতন ও সু-চিকিৎসা থেকে বঞ্চিত করে দেশের গণতন্ত্রকে নস্যাৎ করছে বর্তমান সরকার। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার ব্যবস্থা করা না হলে, এ দেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে গনতন্ত্রের ‘মা’ দেশনেত্রী কে মুক্ত করা হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারী দেন তিনি।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, অনিমেষ দেওয়ান নন্দিত, মো. মোসলেম উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক এম এন আফসার, ক্ষণিরঞ্জন ত্রিপুরা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভা.) জহির আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাহেদ হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদীকা কুহেলী দেওয়ান, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান সরকার, জেলা তাতী দলের সভাপতি মোঃ আলমগীর মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ।