প্রকাশ: ২০২২-০৬-০২ ২০:০২:০৭ || আপডেট: ২০২২-০৬-০২ ২০:০২:১০
বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলা পরিষদ‘র অর্থায়নে বীর বাহাদুর স্কুল আন্ড কলেজের নবনির্মিত পাঠাগার ও বিজ্ঞানাগার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। বান্দরবান শহর কেচিংঘাটা এলাকায় বীর বাহাদুর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ মফিজুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
এসময় জেল পরিষদ অর্থায়নের ২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পাঠাগার ও বিজ্ঞানাগার ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সদস্য লক্ষিপদ দাশ, মোজ্জাম্মেল হক বাহাদুর, পৌর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখরসহ শিক্ষক ও শিক্ষার্থীরসহ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্যে প্রধান অতিথি ক্যশৈহ্লা বলেন, বর্তমানে সরকার আমলে যে উন্নয়নের ধারা রয়ছে সেটি আজ প্রমাণিত। পার্বত্য এলাকায় অনেক পরিবর্তন ঘটেছে। বেড়েছে শিক্ষা উন্নয়ন এমনকি পাহাড়ের যেখানে বিদ্যুতের আলো পড়েনি সেখানে আজ বিদ্যুতের আলো জ্বলে উঠেছে। শুধু তাই নয় পার্বত্য জেলা পরিষদ ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছ। তাই আগামীতেই এ সরকার‘র হাত ধরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক সাথে কাজ করার আহব্বান জানান তিনি।