প্রকাশ: ২০২২-০৫-১৩ ১৮:০০:৩৭ || আপডেট: ২০২২-০৫-১৩ ১৮:০০:৪০
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের মুড়ংঘোনা এলাকায় ১১ বিজিবি এর অভিযানে দেশীয় তৈরী একনলা বন্দুক উদ্ধার করা হয়।
শুক্রবার-১৩ মে রাত ৩ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনস্থ লেম্বুছড়ি বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন মুড়ংঘোনা এলাকায় গমন করে। উক্ত স্থানে তল্লাশী করে জঙ্গলের মধ্য হতে ০২টি দেশীয় তৈরী একনলা বন্দুক মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার কৃত অবৈধ অস্ত্র সম্পর্কে পার্শাবতী লোকজন কে জিজ্ঞাসা করা হলে কোন প্রকার তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকৃত বন্দুক দুটি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরী করতঃ জমা করা হয়েছে।
১১বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ হোসেন বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।