প্রকাশ: ২০২২-০৫-০৯ ২৩:০৯:৩০ || আপডেট: ২০২২-০৫-০৯ ২৩:০৯:৩৩
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়িঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ওয়াসাখালী এলাকায় ১১ বিজিবির অভিযানে দেশীয় তৈরী একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
৯ মে (সোমবার) আনুমানিক বিকাল ৪টায় জোন কমান্ডার লেঃ কর্ণেল নাহিদ হোসেনের নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনস্থ লেম্বুছড়ি বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য উপজেলার দৌছড়ি ইউনিয়নের ওয়াসাখালী এলাকায় বিভিন্ন স্থানে তল্লাশী করে। এসময় সন্ত্রাসীদের ফেলে যাওয়া জঙ্গলের মধ্য হতে ০১টি দেশীয় তৈরী একনলা বন্দুক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বন্দুকটি নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সুত্রে জানান।