প্রকাশ: ২০২২-০৬-১৬ ২১:৩১:৫২ || আপডেট: ২০২২-০৬-১৬ ২১:৩১:৫৩
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল, হাফেজ ও এতিম সহ দুই শতাধিক অসহায় দুস্থদের মাঝে বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস ম্যা মাচিং ও সাধারণ সম্পাদক সাবেক সফল মেয়র জাবেদ রেজার নির্দেশে খাদ্য বিতরণ করেছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার (১৬ জুন) জোহরের নামাজের পর দক্ষিণ তুলাতলী জামে মসজিদে, সুলতানিয়া হেফজ খানার ছাত্র শিক্ষক – এলাকাবাসীদের মাঝে খাদ্য বিতরণের মাধ্যমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ এর সভাপতিত্বে, উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ ফরিদ আহামদ, দপ্তর সম্পাদক জহির আহমেদ, উপজেলা যুব দলের আহবায়ক আবু সোফিয়ার চৌধুরী সোহেল, সদস্য সচিব আবু কায়ছার, ছাত্র দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ারুল হক আনু,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ২ নং ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান, সদর ইউনিয়ন যুব দলের সদস্য সচিব জালাল উদ্দীন সেজান সহ, বিএনপি, অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়া ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আপোষ হীন অসুস্থ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার, রোগ মুক্তির জন্য বিশেষ মুনাজাত করেন দক্ষিণ তুলাতলী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মোঃ তৈয়ব উল্লাহ।