প্রকাশ: ২০১৮-০৯-২৯ ১৮:৫৮:০০ || আপডেট: ২০১৮-০৯-২৯ ১৮:৫৮:০০
শাহজাহান কবির সাজু, পানছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় গাঁজাসহ একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ।
শুক্রবার রাতে মোল্লাপাড়া এলাকায় এসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক ব্যক্তির নাম মো: হানিফ। সে মোল্লাপাড়া গ্রামের মো: রফিকের ছেলে।
এ ব্যাপারে পানছড়ি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর টেবিল ৭ (ক) ধারায় পানছড়ি থানায় একটি মামলা হয়। মামলা নং-০৪।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোহা: নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।