প্রকাশ: ২০১৯-০১-২৪ ১৬:৪৬:২৪ || আপডেট: ২০১৯-০১-২৪ ১৬:৪৬:৩০
গুইমারা প্রতিনিধি: ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল।বাশেঁর মশালে প্রদীপ জ্বালিয়ে উপজেলার গুইমারা সরকারী কলেজের ৪র্থ আন্ত: হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া।
বৃহস্প্রতিবার (২৪ জানুয়ারী) সকালে কলেজ মাঠে ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা উদ্বোধন ও পরে অংশগ্রহন কারী বিজয়ীদের মাঝে পুরস্কার সামগ্রী তুলে দিয়ে প্রধান অতিথি পঙ্কজ বড়ুয়া বলেন, যুব সমাজকে মাদক সহ অপরাধ মূলক কর্মকান্ড থেকে বিরত রাখতে গুইমারা উপজেলাব্যাপি বিভিন্ন খেলাধুলার আয়োজন রয়েছে।এর আগে কলেজের শির্ক্ষাথীরা মহান জাতীয় পতাকা ও অতিথিদ্বয়কে সালাম জানান।
কলেজ অধ্যক্ষ নাজিম উদ্দিননের সভাপতিত্বে অন্যন্যর মধ্যে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী , গুইমারা সরকারী মডের কলেজের প্রধান শিক্ষক সুশিল রঞ্জন পাল সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।