প্রকাশ: ২০২১-০১-৩০ ১৯:৪৮:৪৭ || আপডেট: ২০২১-০১-৩০ ১৯:৪৮:৪৯
বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মুজিব শতবর্ষ ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টে আমতলী ফ্রেন্ডস ক্লাব ৭ উইকেটে হারিয়েছে বটতলী স্পোর্টিং ক্লাবকে।
৩০ জানুয়ারী শনিবার সকাল দশ ঘটিকায় উপজেলা ক্রিয়া সংস্থা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সামাজিক সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি মুজিব শতবর্ষ ১০০ বলের এই বিশেষ টুর্নামেন্টের আয়োজন করে। এতে উপজেলার ১৬ টি শক্তি শালী দল অংশ গ্রহন করে। টুর্নামেন্টের ৪র্থ ম্যাচে আমতলী ফ্রেন্ডস ক্লাব ১৪৮/৩ এবং বটতলী স্পোর্টিং ক্লাব ১৪৭/৯ আজকের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ৭৭ রান করে সেরা খেলোয়াড় হয়েছেন আমতলী ফ্রেন্ডস ক্লাবের হাফেজ আহম্মেদ আলী। আমতলী ফ্রেন্ডস ক্লাবের টিম ম্যানাজার আখি চৌধুরী খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এত সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা শিকার করেন।