প্রকাশ: ২০২০-১২-৩১ ২৩:২০:১০ || আপডেট: ২০২০-১২-৩১ ২৩:২০:১৪
প্রেস বিজ্ঞপ্তিঃ খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন বৃদ্ধি করা হয়েছে। মহামান্য হাইকোর্টের রায়ের আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আগামী ০৭/০১/২০২১ তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে। বয়স কম হওয়ার কারনে আগে যারা আবেদন করতে পারেনি তারা এবার নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবে।
উল্লেখ্য বয়স কম হওয়ার কারনে যারা জন্ম নিবন্ধনের জন্ম তারিখ কমিয়েছেন,কিন্তু জন্মনিবন্ধন এখনো ঠিক করতে পারেনি সেসমস্থ অভিভাবকগন পূর্বের জন্মনিবন্ধন অনুসারে নতুন করে আবেদন করতে পারবেন। কারন জন্মনিবন্ধন তারিখের সাথে অনলাইন ফরম ফিলাপের জন্মতারিখ মিল না থাকলে আপনার শিক্ষার্থীকে বিদ্যালয়ে ভর্তি করাতে পারবেননা। অনলাইন ভর্তি লটারি আগামী ১১/০১/২০২১ তারিখ অনুষ্ঠিত হবে।