প্রকাশ: ২০২২-০১-২৫ ২০:০৩:৩৬ || আপডেট: ২০২২-০১-২৫ ২০:০৩:৪৩
দীপক সেন, মহালছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ১নং সদর ইউনিয়ন পরিষদে নির্বাচনে পরবর্তী নব নির্বাচিত ও পুন: নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারী মঙ্গলবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পুন: নির্বাচিত চেয়ারম্যান রতন কুমার শীল এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের সচিব এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রাক্তন ও নবনির্বাচিত সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন। এ সময় পুন: নির্বাচিত চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এলাকার উন্নয়নে ও জনগণের কল্যাণে সকলে কাজ করতে হবে।