প্রকাশ: ২০২২-০১-২৫ ২১:১২:০৬ || আপডেট: ২০২২-০১-২৫ ২১:১২:১৩
মনিরুল ইসলাম মাহিমঃ “বাংলাদেশ বিনোদন সাংবাদিক সংস্থা” বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন খাগড়াছড়ির সাংস্কৃতিক সংগঠক নজরুল ইসলাম। একজন সুদক্ষ সাংস্কৃতিক সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় দেশের সাংস্কৃতিক জগতের অন্যতম স্বীকৃতি “বাবিসাস পুরষ্কার”এ ভূষিত হওয়ায় পাঠাগার আন্দোলন বাংলাদেশ, জাতীয় যুব সংসদ বাংলাদেশ, আলোকিত পাহাড় পত্রিকা পরিবারসহ খাগড়াছড়ির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে নজরুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
২২শে জানুয়ারী ২০২২ (শনিবার) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে, “বাংলাদেশ বিনোদন সাংবাদিক সংস্থা” বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৯, ২০২০ ও ২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রসহ সংস্কৃতির নানাক্ষেত্রে ব্যাপক পৃষ্ঠপোষকতা প্রদান করছেন। যতদিন মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ থাকবে, যতদিন শেখ হাসিনা দেশে প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন সংস্কৃতি চর্চার জন্য রাষ্ট্রের সব পৃষ্ঠপোষকতা থাকবে।
বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি বাবিসাস এর সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক দুলাল খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মমতাজ বেগম, সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার, নাগরিক ঢাকার সভাপতি এম নাঈম হোসেন, বাবিসাস সাধারণ সম্পাদক মুসলিম ঢালী ও সদস্য সচিব অভি মঈনুদ্দীন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ প্রমুখ।