প্রকাশ: ২০২২-০৬-২৫ ২১:২০:৫৮ || আপডেট: ২০২২-০৬-২৫ ২১:২১:০২
সৈয়দ এম এ বাশার, পানছড়ি: পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে জাঁকজমকপূর্ণ আনন্দ মিছিলে অংশগ্রহন করে আনন্দ উল্লাস করেছে পানছড়ি বাসী।
শনিবার ২৫ জুন ২০২২ সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাঁকজমকপূর্ণ আনন্দ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা স্কায়ারে এসে পথসভা অনুষ্ঠিত হয়।পরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করে।
এ সময় জেলা আওয়ামীলগের সহ সভাপতি অধ্যক্ষ সমির দত্ত চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সৈয়দা বেগম, উপজেলা যুবলীগের সভাপতি মো. আল আমিন, সাধারণ সম্পাদক নাজির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পথসভায় নেতৃবৃন্দরা দেশবাসীকে ও শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলার যা কিছু মহৎ অর্জন তার সিংহভাগই এসেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু কন্যা মাদার অভ হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে। উন্নয়নের সরকার বারবার দরকার উল্লেখ করে নেতৃবৃন্দ আগামী সংসদ নির্বাচনে দেশবাসীকে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগ তথা নৌকা মার্কার সমর্থনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।