প্রকাশ: ২০২০-১২-৩১ ১৬:৪৫:২৫ || আপডেট: ২০২০-১২-৩১ ১৬:৪৫:২৬
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার দীঘিনালায় আন্তঃ ব্যাটালিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।
দীঘিনালা উপজেলার ছোটমেরুং ৩আনসার ব্যাটালিয়ন মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। এতে মেরুং ৩আনসার ব্যাটালিয়ন ও জামতলী ২৩আনসার ব্যাটালিয়ন এর মোট ১২টি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
গত বুধবার প্রতিযোগিতার উদ্বোধন করেন মেরুং ৩আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ ও জামতলী ২৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক এ এস.এম সাখাওয়াৎ হোসাইন। এসময় উপস্থিত ছিলেন মেরুং ও জামতলী ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডারবৃন্দ, প্লাটুন কমান্ডারবৃন্দ, বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্য এবং খেলোয়াড়বৃন্দ প্রমূখ।
প্রতিযোগিতায় উভয় ব্যাটালিয়নের ৬টি করে মোট ১২টি দল অংশগ্রহণ করেছেন। গত ৩০ ডিসেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতা আগামী ৫ জানুয়ারি ফাইনাল খেলার মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।