প্রকাশ: ২০২২-০৬-০২ ১৯:৩৭:০০ || আপডেট: ২০২২-০৬-০২ ১৯:৩৭:০২
দীপক সেন, মহালছড়ি প্রতিনিধি: উন্নয়নের পূর্বশর্ত শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আর খেলাধুলা হলো শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার একমাত্র উপযুক্ত মাধ্যম। এছাড়াও খেলাধূলা মানুষকে মানবিক হতে সহায়তা করে এবং মন ও মানসিকতার বিকাশ ঘটায়। এসব কথাগুলি বললেন খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মো: আরাফাত হোসেন পিএসসি। ২জুন বৃহস্পতিবার মহালছড়ি জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা এলাকার আটটি দল নিয়ে প্রায় মাসব্যাপী অনুষ্ঠিত মহালছড়ি এপিবিএন হাই স্কুল মাঠে এ দিনের সমাপনী অনুষ্ঠানের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে মহালছড়ি সেনা জোনের উপ অধিনায়ক, উর্ধ্বতন জোন কর্মকর্তাগণ, সেনা সদস্যগণ খেলার সমন্বয়কগণ, ওয়ারেন্ট অফিসার, মহালছড়ি এপিবিএন অধিনায়ক, উপঅধিনায়কসহ উর্ধ্বতন অফিসার।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন; মহালছড়ি ১নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা দেখতে এদিন মাঠে হাজার হাজার দর্শকে সমগ্র মাঠ এলাকা ছিল কানায় কানায় পরিপূর্ণ। লে: ফারাবির সুদক্ষ পরিচালনায় এদিন যোগ্যতার দল হিসেবে টিলাপাড়া একাদশ চ্যাম্পিয়ন ও অনির্বান ক্লাব রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।