প্রকাশ: ২০২১-০৩-১৭ ১৬:১৭:৩৯ || আপডেট: ২০২১-০৩-১৭ ১৬:১৭:৪৬
খাগড়াছড়ি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করলো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
বুধবার (১৭ মার্চ) ১২টায় যথাযোগ্য মর্যদায় পালন উপলক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর নেতৃত্বে কেক কাটা হয়। এর আগে সকাল ৯টায় খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গনে বঙ্গবন্ধুর স্মৃতি ভাষকর্য্যে পুস্পমাল্য অর্পণ করেন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগন।
এসময় সাথে ছিলেন, পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পরিষদ সদস্য এ্যাড. আশুতোষ চাকমা, মংক্যচিং চৌধুরী, খোকনেশ্বর ত্রিপুরা, পার্থ ত্রিপুরা জুয়েল, শুভমঙ্গল চাকমা, নিলোৎপল খীসা, সহ পরিষদ কর্তাকর্তা ও কর্মচারী বৃন্দ ও জেলা আওয়ামীলীগ, জেলা ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।