প্রকাশ: ২০২১-০২-২২ ১৭:৫৯:৫০ || আপডেট: ২০২১-০২-২২ ১৭:৫৯:৫৭
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে শুরু হলো জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে ১৬টি দলের অংশগ্রহণে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসকের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খাগড়াছড়ি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা প্রমুখ।
টুর্নামেন্টে ১৬টি দলের অংশগ্রহণে লীগ পদ্ধতিতে চারটি গ্রুপে অংশগ্রহণকারী খেলোয়াড়রা দল বদল করেন। উদ্বোধনী খেলায় প্রজন্ম স্পোর্টিং ক্লাব ও গোল্ডেন স্টার ক্লাবের মুখোমুখি হয়।