প্রকাশ: ২০১৮-০৮-১৫ ২২:০৯:২৫ || আপডেট: ২০১৮-০৮-১৫ ২২:২১:০৬
দহেন ত্রিপুরা, খাগড়াছড়ি: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসটির মর্যাদায় উদযাপনে র্যালী ও আলোচনা সভা ও বিতরণী অনুষ্ঠান করেছে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল।
বুধবার (১৫ আগস্ট) স্কুলের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. সালাউদ্দিন। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ এর সভাপতিত্ত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অভিবাবক মো: শামসের আলী, সিনিয়র শিক্ষিকা আফরিনা আক্তারসহ শিক্ষক শিক্ষার্থীরা।
প্রধান অতিথি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঐতিহাসিক ঘটনা গুলো কিছু কথা স্বরণ করে দেন।
জেলা পুলিশ সুপারের পরিচালিত স্কুলটি ২০১১ সাল থেকে শুরু করে প্রতিবছরে স্কুলে শিক্ষার মান বেড়ে যাওয়ার ফলে প্রতি বছর স্কুলে ছাত্র ছাত্রী বারছে বলে জানান স্থানীয়রা। স্কুলে বিভিন্ন নিয়ম নিতি রয়েছে, তার বাইরে সেই স্কুলে অনেক নিয়ম কানুন আছে বলে জানান। পুলিশ লাইন স্কুলে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের উপলক্ষে ছাত্র ছাত্রীদের জ্ঞান বৃদ্ধি, দক্ষতা ও শিক্ষার মান বারানোর জন্য রচনা, চিত্রাঙ্গণসহ নানা প্রতিযোগিতা আয়োজন করে।
পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।